ভিডিও

বেরোবিতে ভিসির বাড়িতে আগুন দিল শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:৫৭ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১০:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : চলমান আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ভিসির বাড়িতে আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ভিসির বাড়িতে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায় শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ৬টার দিকে এই আগুন লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ভিসির বাড়ির সাথে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায়। এসময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসির বাড়ির ভেতরে ছোট ছোট ঘরে আগুন লাগিয়ে দেয়।

ভিসির এখনও বাড়ির ভেতরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাংবাদিকের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS